মুহাম্মাদ আশিকুর রহমান: বরাবরের মতো এবারও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত তাকমীল পরীক্ষায় সাফল্যের ধারা বজায় রেখে ঈর্ষনীয় ফলাফল করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া।
সারাদেশের মেধাতালিকায় তৃতীয়স্থান অধিকার করা মুহাম্মদ আবু নাঈম এই জামিআরই ছাত্র। এছাড়া আল হাইআতুল উলয়ার
মেধা তালিকায় মোট নয়জন স্থান লাভ করেছে। মেধা তালিকায় স্থান পাওয়া অন্য স্থানগুলো হলো, ১০ম, ১৩তম, ১৫তম, ১৭তম, ১৮তম, ১৮তম, ২৭তম ও ২৮তম।
এছাড়া মোট অংশ নেয়া ২৮ জন পরীক্ষার্থীর মাঝে মুমতাজ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী, জায়্যিদ জিদ্দান পেয়েছে ১২ জন ও জায়্যিদ পেয়েছে মাত্র ১ জন।
গত শনিবার ১৯ ডিসেম্বর আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
এমডব্লিউ/