শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

১৯৭১ সালে যেমন ছিলেন আরব সাহিত্যিক ড. আলী মুহাম্মদ সাল্লাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মোস্তফা ওয়াদুদ।।
<নিউজরুম এডিটর>

আরব সাহিত্যিক ড. আলী মুহাম্মদ সাল্লাবির ছোটবেলার ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। তিনি নিজেই তার ছোট বেলার ছবিটি ভাইরাল করেন। ছবির নিচে তিনি লিখেন এই ছবির তারিখ ‘১৬ সেপ্টেম্বর ১৯৭১, কায়রো, মিশর।

ফেসবুকে ছবিটি পোস্ট করে এক স্টাটাসে তিনি লিখেন, ‘আমার একটি বিরল ছবি। আমার বাবা এবং বোন ফাওজিয়ার সাথে।’ (আল্লাহ তাদের উপর রহম করুন)

পোস্টে তিনি লিখেন, ‘আমার প্রিয় ভাইদের কাছে তাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য ক্ষমা ও রহমতের দোয়া চাই।’

এরপর তিনি উল্লেখ করেন, ‘আমি আমার বাবাকে স্মরণ করি (আল্লাহ তাকে ক্ষমা করুন)। যখন তিনি বেনগাজির কারাগার থেকে বের হয়ে আমাকে বিদায় জানিয়েছিলেন তখন এবং যখন মদিনায় স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন তিনি আমাকে এই কথাগুলো দিয়ে বিদায় জানিয়েছিলেন: ‘হে আমার সন্তান, আমি চাই তুমি ইসলাম রক্ষাকারী একজন কর্মঠ আলেম হও, এবং আন্তরিকতা ও আন্তরিকতার সাথে আমার জন্য প্রার্থনা কর। আর আল্লাহ সর্বশক্তিমান তোমার কাছে সবকিছু উন্মুক্ত করে দিন। এবং তুমি এমন বই লেখো, যা থেকে মুসলিমবিশ্ব উপকৃত হয়, এবং তোমার একটি চলমান দানশীলতা (সাদকায়ে জারিয়া) জারী থাকে।’

তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমি এবং আমার পিতামাতাকে উত্তম প্রতিদান দান করেন। (আল্লাহ তাঁর প্রতি রহম করুন) এবং আমার সম্মানিত মা (আল্লাহ তাঁকে রক্ষা করুন) এবং যারা আমাদের জীবনযাত্রায় সাহায্য করেছেন, আল্লাহ তাদেরও উত্তম প্রতিদান দিন।’

ড. আলি মুহাম্মাদ সাল্লাবি। ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজি শহরে জন্মগ্রহণ করেন। মদীনা বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন বিভাগ এবং দাওয়া বিভাগ থেকে ব্যাচেলরস অব আর্টসে ডিগ্রি লাভ করেন তিনি।। পরে ১৯৯৬ সালে উসুল আদ-দ্বীন বিভাগ থেকে তাফসীর, উলুমুল কুরআন বিষয়ে মাস্টার ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি ১৯৯৯ সালে উম্মে দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়, সুদান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন |

তিনি বর্তমান বিশ্বের একজন বিখ্যাত ও প্রসিদ্ধ সীরাত লেখক। তার লিখিত খুলাফায়ে রাশেদীন। এবং সালাহউদ্দিন রহ.-এর জীবনী ইংরেজিতে অনূদিত হয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিসিং হাউস (IIPH) থেকে ছাপানাে হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ