সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


এক নজরে পদ্মা বহুমুখী সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বসলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের শেষ স্প্যান। এটি শুধু একটি সেতু নয়। এটি পদ্মার ওপারের মানুষের জীবন খেয়া, বাংলাদেশের আশার আলো। আসুন দেশের সর্ব বৃহৎ এ সড়ক প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জেনে আসি-

এক- পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

দুই- পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট। এই সেতু কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

তিন- পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে তৃতীয় দফায় বাড়ানোসহ) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

চার- ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ৫২৪ কোটি টাকা।

পাঁচ- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

ছয়- পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

সাত- এ সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

আট- পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিচ তলায়।

নয়- পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক।

দশ- পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার।

এগারো- পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর।

বারো- পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।

তের- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটর।

চৌদ্দ- পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে এমন জনবলের পরিমাণ প্রায় ৪ হাজার।

পনের- পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।

ষোল- পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা হবে ৬০ ফুট।

সতের- পদ্মা সেতুর পাইলিং গভীরতা হচ্ছে ৩৮৩ ফুট।

আঠারো- প্রতি পিলারের জন্য পাইলিং হবে ৬টি।

ঊনিশ- পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৬৪ টি।

কুড়ি- পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ