বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাস্ক না পরায় ব্রাহ্মণবাড়িয়ায় অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় মাস্ক ছাড়া বাহিরে ঘোরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ও পূর্ব- ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদি ব্যবহার করা এবং মেয়াদোত্তীর্ণ, মাত্রাতিরিক্ত মূল্যে ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে ১৩৯ জনকে ৫২ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার সকাল ৯টা থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রধান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার সকল উপজেলায় মাস্ক পরিধান ব্যতীত বাহিরে ঘোরা-ফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ও পূর্ব-ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদি ব্যবহার করা এবং মেয়াদোত্তীর্ণ, মাত্রাতিরিক্ত মূল্যে ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়সহ নানাবিধ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯ জন ব্যক্তিকে ৫২ হাজার ৩৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় দফার সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে। আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ৫৪ হাজার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ