বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


চন্দনাইশে মুরাদাবাদ আজিজিয়া মাদরাসায় পুনর্মিলনী ও মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভীর রহ. স্মৃতিবিজড়িত দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রামের চন্দনাইশস্থ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসা ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বাদ আসর থেকে আনুষ্ঠানিকভাবে মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০ টায় অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ও অত্র মাদরাসার পরিচালক আল্লামা হাফেজ তাহের আজিজী।

অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা শামশুল হুদা বলেছেন, মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে এ মাদরাসার ফাজেল ছাত্রদের একসাথে দেখতে পেয়ে আমি আনন্দিত। উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগামীর কর্ণধার, তোমরা তোমাদের সচ্ছতা ও যোগ্যাতার বিনিময়ে দেশের প্রত্যন্তাঞ্চলে খিদমত করে যাচ্ছো এসব আমাকে ব্যাকুল করে তুলছে। আমি সদা তোমাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় শিক্ষা সচিব, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মফজল আহমদ বলেছেন, অত্র মাদরাসা থেকে শিক্ষা সমাপ্তির পর উচ্চ শিক্ষালাভ করে দেশের প্রত্যন্তাঞ্চলে আমাদের ছাত্ররা খিদমত করছেন। তাতে আমরা গর্ববোধ করি। আজকে ৩৯ বছর পর নবীন-প্রবীণ সবাইকে একসাথে দেখে আমাদের হৃদয়ে প্রশান্তি পাচ্ছে। ঠিক এভাবে মাদরাসার ডাকে সাড়া দেয়ায় শোকরিয়া জ্ঞাপণ করে তিনি সবাইকে ইসলাম ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান করেন।

এছাড়া জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহাদ্দিস ও প্রাক্তন ছাত্র মাওলানা আনোয়ার আল আজহারী বলেছেন, কওমি তরুণদের প্রতিভা বিকশিত হলে সমাজের সর্বস্থরে পরিবর্তন আনা সময়ের ব্যাপার মাত্র। তরুণদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্যতা সম্পন্ন জাতি গঠনে আমাদের কাজ করতে হবে। ধর্মপ্রাণ নিবেদিতপ্রাণ প্রজন্ম গঠনে কওমি মাদরাসার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে।

মাওলানা মুফতি আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন- অত্র মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা শামশুল হুদা, পটিয়া খরনা ইসলামিয়া মাদরাসার পরিচালক ও প্রাক্তন ছাত্র মাওলানা মোস্তাক আহমেদ, চট্টগ্রাম নগরীর মিয়ারবাপের জামে মসজিদের ঈমান-খতিব ও প্রাক্তন ছাত্র মাওলানা আব্দুর রহিম মুরাদাবাদী, শোভনদন্ডী তালীমুল কুরআন মাদরাসার সহকারী পরিচালক ও প্রাক্তন ছাত্র মাওলানা এমদাদুল্লাহ, হেফখ বিভাগের শিক্ষক ও প্রাক্তন ছাত্র মাওলানা হাফিজ মুহিব্বুল্লাহ, সাতকানিয়া ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র মাওলানা নোমান, খতিব ও প্রাক্তন ছাত্র মাওলানা এহছান উল্লাহ ও মাওলানা রাশেদ উল্লাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ