বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আদাবরে নবি অবমাননার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভির সিরাজ।।

ফ্রান্সে নবি অবমাননার প্রতিবাদে রাজধানী ডাকার শ্যামলী আদাবরের বিভিন্ন মসজিদ ও মাদরাসার পক্ষ থেকে ইত্তাহাদুল উলামা আদাবরের ব্যবস্থাপনায় তৌহিদি জনতার বিক্ষোভ চলছে।

আজ শুক্রবার বাদ জুমা এ বিক্ষোভ রিং রোড মোড়ে এসে অবস্থান করছে। বক্তব্য প্রদান করছে ওলামায়ে কেরাম।

বিক্ষোভে বক্তারা ফ্রান্সের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহবান জানান। ফ্রান্সে উৎপাদিত সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করারও আহবান জানান তারা। সমাবেশ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়।

১. ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে এই ঘটনার কৈফিয়ত তলব ও অনতিবিলম্বে ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
২.রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে। ৩.জাতীয় সংসদের জরুরি অধিবেশন আহবান করে এই ঘটনার নিন্দাপ্রস্তাব পাশ করতে হবে। ৪.আল্লাহ, রাসূল সা. ও ইসলাম নিয়ে কুটুক্তিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে।

৫.ফরাসি সকল পণ্য বয়কট করতে দেশের সকল নাগরিকদের প্রতি আহবান করতে হবে। ৬.বাংলাদেশের শিক্ষার সকল স্থরের পাঠক্রমে রাসুল সা. এর জীবনী পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ৭. রাসুল সা. এর উসওয়ায়ে হাসানাহ্ তথা উত্তম আদর্শের ব্যাপক প্রচার-প্রসার ও চর্চা করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলা উপজেলা ওয়ার্ড ও মসজিদভিত্তিক সীরাত মাহফিলের আয়োজন ও পারিবারিক পরিমণ্ডলে সুন্নতের আলোকে জীবনযাপনে যত্নবান হতে হবে। ৮.বেশি বেশি দুরূদপাঠের আমলে পাবন্দ হতে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। দোয়ার মাধ্যমে এ বিক্ষোভ শেষ হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ