বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফটিকছড়িতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি থেকে>

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টায় খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা ফটিকছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সা.ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবারো মহানবী সা. কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে আঘাত পেয়েছে। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্বের ২০০ কোটি মুসলমানের কাছে মাথা নত করে ক্ষমা না চাইলে তাকে ক্ষমা করা হবে না। ক্ষমা না চাওয়া পর্যন্ত ফ্রান্সের সাথে সরকারেকে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা নাসির উদ্দিন মনিরী,নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, নানুপুর ওবাইদিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি কুতুবউদ্দিন, মাওলানা হারুন আজিজি নদভী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাবিবুল্লাহ ধর্মপুরী, মাওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী, মাওলানা মুফতি রহিমুল্লাহ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, মাওলানা সেলিম উদ্দিন দৌলতপুরী, ইউসুফ আনসারী প্রমূখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্বে ফটিকছড়ি বিবিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ