আওয়ার ইসলাম: ফ্রান্সে সরকারী পৃষ্ঠপোষকতায় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশে আমিন বাজার তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ অক্টোবর বাদ জুমা ঢাকা আরিচা মহাসড়কে আমিন বাজার-কাউন্দিয়ার সর্বস্তরের মুসলিম জনসাধারণের উদ্যোগে ও মাওলানা সিদ্দীকুর রহমান ঢাকোবীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন মুফতি আব্দুর রহীম কাসেমী।
বক্তব্য রাখেন জামিআ মদীনাতুল উলূম আমিন বাজারের প্রিন্সিপাল মাওলানা সালীমুল্লাহ, মাওলানা আফজালুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মুফতি আব্দুল বারী, মুফতি লুৎফর রহমান, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মুফতি মোসলেহ উদ্দিন, মাওলানা আবু হুরায়রা, মাওলানা আসাদুজ্জামান, মুফতি দেওয়ান মো. সাজ্জাদুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ আল মুনির আরমানী, মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি সোলাইমান, মাওলানা ওসমান গণী প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালে ফ্রান্সের পত্রিকা শার্লি এবদো বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিলো। তখন মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবারও মহানবী হজরত মুহাম্মদ সা. কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে এমন জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে হবে ও বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম ফ্রান্সকে সর্বাত্মক বয়কট করবে বলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এমডব্লিউ/