বেলায়েত হুসাইন: ফ্রান্সের শার্লি হেবদো ম্যাগাজিনে মহানবী সা. কে নিয়ে ব্যাঙ্গত্মক কার্টুন প্রদর্শন এবং ইসলামধর্ম অবমাননার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলার ইমাম কল্যাণ ফাউন্ডেশন ও কওমি উলামা পরিষদ।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা শহরের জনতা ব্যাংক মোড় হতে বিশাল এক মিছিলের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠান শেষে কর্মসূচীর সমাপ্তি হয়।
সমাবেশে কওমি উলামা পরিষদ ফরিদপুরের সভাপতি মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুরের উপদেষ্টা মাওলানা আবুল হুসাইন, জয়েন্ট সেক্রেটারী ও কওমি ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, কওমি উলামা পরিষদের সাধারন সম্পাদক ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, সহ-সভাপতি মাওলানা মুনসূর আহমাদ, মাওলানা কবির হুসাইন, মাওলানা আরিফ বিল্লাহ এবং মাওলানা ঈসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুসলমানদের প্রিয় নবি সা. কে নিয়ে ফ্রান্সের বহুতল ভবনে রাসুল সা. এর ব্যঙ্গত্মক কার্টুন প্রদর্শনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলমাদের হৃদয়ে চরম আঘাত করা হয়েছে। তারা যদি এই জঘণ্য প্রবণতা থেকে সরে না আসে তাহলে তাদের সমস্ত পণ্য বয়কট করা হবে, এমনকি তাদের যারা সহযোগিতা করবে তাদেরও বয়কট করা হবে বলে বক্তারা ফ্রান্সকে হুশিয়ারি দেন।
এমডব্লিউ/