বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


নবি অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ার আল্লারদর্গায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি,
কুষ্টিয়া থেকে>

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বকালের শ্রেষ্ঠ মানব,মুক্তির দূত হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে
কুষ্টিয়া আল্লারদর্গার স্থানীয় এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর মানববন্ধন পূর্বক প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন আল্লারদর্গা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল বারী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লারদর্গা শিশু মাদ্রাসার প্রিন্সিপাল খন্দকার আসাদুজ্জামান। মানববন্ধনে বক্তব্য রাখেন আল্লারদর্গা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হযরত ইফতিখারুল ইসলাম, মুফতি মাওলানা হযরত মাসুম বিল্লাহ, মুফতি মাওলানা হযরত জাকারিয়া আমিন, মুফতি মাওলানা রাকিবুল হক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি মাওলানা হযরত মাহফুজুল হক। মুফতি মাওলানা জামিল মাহমুদ এর সঞ্চালনায় সার্বিক সহযোগীতা ও দোয়া পরিচালনা করেন আল্লারদর্গা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল হক সাহেব।

প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনে বক্তারা বিশ্বনবী মুহাম্মদ সা. কে নিয়ে ফ্রান্সের করা ব্যঙ্গচিত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানান।

রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধন শেষে আল্লারদর্গা বাজার সংলগ্ন রাস্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা পুড়ানো হয়। উক্ত প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনে আল্লারদর্গা মসজিদের ইমাম, মুসল্লী সহ স্থানীয় ইদ্রিস আলী বিশ্বাস ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং এলাকাবাসী উপস্থিত ছিল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ