বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


নবির সা. অবমাননা: ময়মনসিংহে সাংস্কৃতিক কর্মীদের সুরে সুরে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ফ্রান্সে নবী অবমাননার প্রতিবাদে গণ অবস্থান এবং নবির শানে নাত পরিবেশন কর্মসূচির আয়োজন করেছে ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠনসমূহ।

আজ (৩০অক্টোবর) শুক্রবার নগরীর ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে বিকেল ৩টা থেকে শতশত ছাত্র, আলেম ও তৌহিদী জনতার উপস্থিতিতে নবির শানে নাত এবং গণ অবস্থান কর্মসূচি শুরু হয়। চলে এশা পর্যন্ত।

আজকের গণ অবস্থানে যারা রাসুলের শানে নাত পরিবেশন করেন, শিল্পী খন্দকার হারুন উর রশিদ, আবাবীল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রধান পরিচালক শিল্পী তানভীর আহমাদ, গণ অবস্থান কর্মসূচির সমন্বয়ক শিল্পী মাহবুব বিন জহীর। নবরবি সাংস্কৃতিক ফোরামের প্রধান পরিচালক গণ অবস্থান কর্মসূচির সমন্বয়ক শিল্পী ইউসুফ বিন মুনির, সাদমান ইবনে শহীদ। হাবিবী শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক আফিফুল হক তানভীর। অভিলাষ সাংস্কৃতিক সংগঠনের সংগীত পরিচালক মুস্তাকিম বিল্লাহ্, সাউদ বিন মুস্তফা, তাশফী বিন মুবাশশির। ঊর্ধ্বগগন শিল্পীগোষ্ঠীর পরিচালক ওমর ফারুক। সাউথ জামিল সাংস্কৃতিক পরিষদের পরিচালক তানভীর হাসানসহ আলোর মিনার শিল্পীগোষ্ঠী, নবতরী শিল্পীগোষ্ঠী, সালসাবিল শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল্লার সভাপতিত্বে, অভিলাষ সাংস্কৃতিক সংগঠনের পরিচালক ও গণ অবস্থান কর্মসূচির সমন্বয়ক দিল মাহমুদ সাব্বিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ্, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা শাখার সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ও খতীব মাওলানা রফিকুল ইসলাম হামিদী, ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চৌধুরী নাসীর আহমাদ প্রমুখ।

এসময় মুফতি মাহবুবুল্লাহ্ বলেন, ভোলার বুরহানুদ্দিনে নবিকে নিয়ে কটাক্ষ করার পর এর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে সরকার নবী প্রেমীদের পক্ষ না নিয়ে বিক্ষোভরত তৌহিদী জনতার উপর পুলিশ দিয়ে গুলি চালিয়ে ছয়জনকে শহিদ করে দেওয়া হয়;-আমরা সেটা ভুলে যাইনি। তবে এবারোও যদি নবী প্রেমীদের কোন বিক্ষোভে পুলিশ হামলা চালায় বা বিপক্ষ নেয়, তাহলে আমরা পরিস্কার ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের সমস্ত মুসলমান বর্তমান সরকারের বিপক্ষে চলে যাবে। তিনি সরকারের প্রতি উদাত্ত আহবান করে বলেন, বাংলাদেশে যারা রাসুল সা. কে নিয়ে ব্যঙ্গ করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ