উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বর্জনের আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০অক্টোবর বাদ আসর তারাকান্দা বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তারাকান্দা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে থানা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে।
বিকেল ৩ টা থেকে শিক্ষার্থী ও সাধারণ মুসল্লী উপজেলার বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতার পক্ষ থেকে ফেস্টুন, ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত হতে থাকে বিক্ষোভ মিছিলে।
এ সময় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা তারাকান্দা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম মন্ডল, মাওলানা সাঈদ সাইফি সাইফী, মাওলানা এনামুল হক, হাফেজ আবদুস সবুর খান, মাওলানা শেখ ফরিদ, মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে, এবং মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে।