আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে আরও প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে আরো পাঁচ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১১ লাখ সাড়ে ৭৯ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি সাড়ে ৫০ লাখ ছাড়াল।
ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ লাখ ৭৯ হাজার ৯২ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৬৪১ জন করোনারোগী, যাদের মধ্যে ৮১ হাজার ১৯৭ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৯১ লাখ ২০ হাজার ৭৫১ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৪ লাখ ৬৯ হাজার ৭৫৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
-এএ