আওয়ার ইসলাম: বেফাকভূক্ত বাংলাদেশের সকল কওমি মাদরাসার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ অডিট কোম্পানীর নাম ঘোষণা করলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) কর্তৃপক্ষ। কোম্পানীর নাম ঘোষণা জারী করে একটি নোটিশ প্রকাশ করেছে বোর্ডটি। পাশাপাশি একটি কোম্পানীর কাছে হিসাব-নিকাশের অডিট না করানোর আহবানও জানায় বোর্ডটি।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে পেজে প্রকাশ করেন।
প্রকাশিত নােটিশে বলা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, আপনার মাদরাসার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ এ. হক চাটার্ড একাউন্টেন্টন্স কোম্পানী দ্বারা অডিট করাবেন না।
উক্ত কোম্পানী দ্বারা অডিট কার্য সম্পাদন করলে বেফাক কোন ধরনের দায়ভার গ্রহণ করবে না। যারা সরকার অনুমােদিত অডিট কোম্পানী দ্বারা মাদরাসার হিসাব-নিকাশ অডিট করাতে চান তারা নিম্নোক্ত কোম্পানীর সাথে যােগাযােগ করতে পারেন। সরকার অনুমােদিত এবং বেফাক মনােনীত অডিট কোম্পানীসমূহ হল : ১. আতা খান এন্ড কোং, ৬৭, মতিঝিল বাণিজ্যিক এলাকা, (২য় তলা) ঢাকা-১০০০, ফোন: ৯৫৬০৯৩৩, ৯৫৬০৭১৬। ২. মােহাম্মদ আতা করিম এন্ড কোং, ৮৭, পুরানা পল্টন লাইন, পল্টন টাওয়ার (৩য় তলা), | স্যুট নং- ২০৫, ঢাকা-১০০০, ফোন : ০২ ৮৩৩৩০৪৭।’
এমডব্লিউ/