আওয়ার ইসলাম: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠন।
আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল ২ টায় কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এতে ইসলাম ধর্মকে নিয়ে দেওয়া অবমাননাকর বক্তব্য ও মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন তারা। বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ নেন। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা সহ কয়েক দফা দাবি উপস্থাপন করেন তারা। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছেন বক্তারা।
এমডব্লিউ/