বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাজিরহাট মাদরাসার মুতাওয়াল্লী আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুহতামিম মুফতি হাবিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম ফটিকছড়ি নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম নির্ধারণের লক্ষ্যে মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর (বুধবার) সকাল দশটায় শুরু হয় বৈঠক। প্রথম অধিবেশনে মাদরাসার ৯ সদস্যের মজলিসে শূরা গঠিত হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মজলিসে শূরা সদস্যদের সর্বসম্মতিক্রমে নাজিরহাট মাদরাসার আজকের সিদ্ধান্ত সমুহ নিম্নরুপ: মাদরাসার মোতাওয়াল্লী আল্লামা জুনায়েদ বাবুনগরী। মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী। সহকারী পরিচালক মাওলানা ইয়াহিয়া বিন আবু তাহের, সহযোগী পরিচালক মাওলানা ইসমাইল বিন শামসুদ্দিন। শিক্ষা পরিচালক মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ নদভী, সহকারী শিক্ষা পরিচালক নিযুক্ত করা হয়েছে ইফতার জিম্মাদার মাওলানা রবিউল হাসানকে।

এছাড়া মাদরাসার মুহতামিম দাবীদার মাওলানা সলিমুল্লাহসহ তার সহযোগী ১৩ জনকে সর্বসম্মতভাবে স্থায়ী বহিস্কার করা হয়েছে। আজকের মজলিসে শুরার বৈঠকে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার প্রধান শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, ঢাকার খিলগাঁও মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম জিহাদী, পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবদুল হালিম বোখারি, আল্লামা নোমান ফয়জি, আল্লামা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা খোবাইব জিরি প্রমূখ।

জানা গেছে, নাজিরহাট বড় মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ইদরিস রহ. এর এন্তেকালের পর মুহতামিমের পদটি শূন্য হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি বিভিন্ন বিধিনিষেধ থাকার ফলে মজলিসে শূরার বৈঠক এতদিন অনুষ্ঠিত হয়নি। এরপর ঘটে অনেক অপ্রীতিকর ঘটনা। অবশেষে আজ হলো শুরার বৈঠক। এর আগে গত ২৪ অক্টোবর সিদ্ধান্ত হয় আজকের শুরার বৈঠকের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ