বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


নবির সা. অবমাননার প্রতিবাদে গওহরডাঙ্গা বোর্ডের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবি সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা এক মানববন্ধনের আয়োজন করেছে। আজ বুধবার (২৮ অক্টোবর) গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মুফতি উসামা আমীন নেতৃত্ব দেন। বক্তব্য রাখেন গওহরডাঙ্গা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, মুয়াজ্জিন সাধারণ তাওহিদি জনতা অংশগ্রহণ করেন।

মুফতি মোহাম্মদ তাসনীন ও মুফতি মাকসূদুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গওহরডাঙ্গা মাদরাসার মুফতি নুরুল ইসলাম, মাওলানা ফরিদ আহমাদ, বেফাকের নায়েবে সদর মাওলানা নুরুল হক, কোর্ট মসজিদ মাদরাসার মুফতি হাফিজুুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, জেলা উলামা পরিষদের সদস্য সচিব মুফতি মঈনুদ্দিন, তারাইল ফুকরা মাদরাসার মাওলানা শিহাব উদ্দিন, মুসলিম এতিমখানা মাদরাসার মাওলানা হায়াত আলী, মাওলানা নাসির উদ্দিন, মুফতি ফকরুল ইসলাম, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের মাওলানা আতাউর রহমান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা অহিদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম গওহারী, খাদেমুল ইসলাম ছাত্র শাখার সভাপতি গোলাম রাব্বনী প্রমূখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে মুফতি উসামা আমীন বলেন, বিশ্বনবি সা. জগৎবাসীর জন্য রহমতস্বরূপ আগমন করেছিলেন। তিনি বিশ্বে সব ধরণের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। হজরত মুহাম্মাদ সা. বিশ্বমুসলিমের জীবনের থেকেও বেশি প্রিয়।

তিনি আরো বলেন, বাক-স্বাধীনতার নামে ফ্রান্স যে জঘন্য কাজ করেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে জরুরীভাবে তলব করে এমন জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ