বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


লামায় ১৩টি প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান>

বান্দরবান লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন মন্ত্রী।

স্থাপন শেষে আজিজ নগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় পাহাড়ি গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে। তিনি প্রতি মুহুর্তে পাহাড়ের মানুষের খোঁজ রাখেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। অবহেলিত-দূর্গম এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষা, যাতায়াত ব্যবস্থা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের ফলে দুর্গম অঞ্চলের কৃষক এখন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে।

জনসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য বাস্তবায়ন মুহা. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহা. শফিউল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহা. আছাদুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, ফাতেমা পারুল, তিং তিং ম্যা, লামা উপজেলা চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মুহা. রেজা রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মুহা. আব্দুল আজিজ।

নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহা. ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সচিব সাদেক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মারমা, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ছাচিংপ্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ