বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুদিনের সফরে ময়মনসিংহ আসছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমীন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের চরখরিচার বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট মদিনা মসজিদে জুমা নামাজের ইমামতি, বুখারি শরিফের পাঠদান এবং আলেমদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক কর্মসূচি নিয়ে মাতৃভূমি ময়মনসিংহ যাচ্ছেন মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম । তিনি গুলশান সেন্ট্রাল জামে মসজিদ (আজাদ মসজিদ) এরও খতিব।

আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বাদ ফজর ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা করবেন তিনি। দুদিন নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন বলে জানা গেছে। মাওলানা নূর আহমদ কাসেম আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় জামিয়াতুস সুন্নাহ মাজাহিরুল উলুম মাদরাসা শিকারীকান্দায় বিরতি নিবেন। এরপর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাহমুদিয়া চরখরিচার বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট মদিনা মসজিদে জুমার ইমামতি করবেন। নামাজের পর মাদরাসায় বুখারি শরিফের সবক পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান।

আরও জানা গেছে, পরদিন শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া ইসলামিয়ায় আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। বাদ জোহর জামিয়া কাসেমিয়া মোমেনশাহীর চারতলা ভবন উদ্বোধন করবেন।
বিকালে হাদিসের সবক পড়ানো এবং জামিয়া ইসলামিয়া মাদরাসার নির্বাহী কমিটির বৈঠকে অংশ গ্রহণের কথা রয়েছে তাঁর। অবশ্য তিনি মাদরাসাটির নির্বাহী কমিটির সভাপতিও।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ