রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


বৃহস্পতিবার হাইয়াতুল উলইয়ার বৈঠক, আল্লামা শফির জন্য বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়মতান্ত্রিক বৈঠকের সূত্র ধরে কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর)। বৈঠকে হাইয়াতুল উলইয়ার সাবেক চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন হাইয়াতুল উলইয়ার মনোনীত চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার সদস্য ও মিরপুরের আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার নিয়মতান্ত্রিক বৈঠকের অংশ হিসেবে বৈঠকে বসবেন হাইয়াতুল উলইয়ার সদস্যগণ। এতে উপস্থিত থাকবেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা নূর হোসাইন কাসেমী ও হাইয়াতুল উলইয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে, নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ, চলতি
বছরের তাকমিল পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা হল বা মারকাজ বাছাই, বিগত মিটিংয়ে আলোচিত বিষয়ের অনুমোদনসহ আরও কিছু বিষয়।

এছাড়া হাইয়াতুল উলইয়ার নিজস্ব সফটওয়্যার অনুমোদনের বিষয়ও রয়েছে আগামী বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে। আর নিয়মতান্ত্রিক অভ্যান্তরীণ বিষয়তো থাকবেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর