আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর নতুন নেতৃত্বের খাস কমিটির বৈঠক বসতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর রোববার। বেফাকের মহাপরিচালক অধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধূরী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গুলশান আজাদ মসজিদের খতীব ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই খাস কমিটির প্রথম বৈঠক। বৈঠকে সভাপতিত্বও করবেন তিনি। এছাড়া বৈঠকে অন্যান্য খাস কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বৈঠকের এজেণ্ডার মধ্যে অন্যতম হলো, চলতি বছরের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা। পরীক্ষার পদ্ধতি, কার্যক্রম ও বিন্যাস কিভাবে হতে পারে সেসব নিয়ে রোববারের খাস কমিটির বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধূরী।
বেফাকের সদ্য প্রয়াত সাবেক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর সময়ের খাস কমিটি সামনেও বহাল থাকবে নাকি কোনো রদবদল করা হবে কমিটি সদস্যের। সেসব নিয়েও খোলামেলা আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এমডব্লিউ/