সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাতে মুফতি তাকি উসমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত সম্পর্কে মুফতি তাকি উসমানী বলেন, এই হত্যাকাণ্ড গৃহযুদ্ধের আগুন জ্বালানোর ষড়যন্ত্র। ধৈর্য ও বুদ্ধি দিয়ে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে।

এক টুইট বার্তায় তিনি বলেন, মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত অত্যন্ত মর্মান্তিক জাতীয় ট্রাজেডি। জালেমরা আমাদের এমন ব্যক্তি থেকে বঞ্চিত করেছে যার থেকে আশা ছিল। তিনি সাহাবায়ে কেরামের সম্মানের হেফাজতে কাজ করেছেন। অন্যদিকে তিনি নীতিগতভাবে জাতীয় ঐক্যের চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালা তার উপর রহমত জারি রাখুক।

মুফতি তাকি উসমানী টুইটে বলেন, এই হত্যাকাণ্ড দেশে অশান্তি ও গৃহযুদ্ধের আগুন জ্বালানোর ষড়যন্ত্র। আমাদের সকলের কর্তব্য, ধৈর্য ও বুদ্ধি দিয়ে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করা। এবং সরকারের কর্তব্য অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে সম্ভাব্য গৃহযুদ্ধের আগুন নেভানো।

উল্লেখ্য, জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ডক্টর আদিল খান শনিবার সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন। আজ রোববার জামিয়া ফারুকিয়ায় তার ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ