সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রতি দুই মাসে একবার কুরআন খতম করি: ইংলিশ ফুটবল তারকা মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবের মুসলিম তারকা ও মিশরীয় জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, মাহমুদ হাসান তারজগেহ বলেছেন সাধারণ সময় আমি প্রতি দুই মাসে একবার কোরআন খতম করি।

মিশরীয় এই ফুটবলার স্যাটেলাইট চ্যানেল ডি এম সিতে এক সাক্ষাৎকারে পবিত্র রমজান সম্পর্কে বলেন: রমজানের সময় আমি নামাজকে অধিক গুরুত্ব দেয় এবং বছরের সাধারণ সময় আমি দুই মাস অন্তর একবার কুরআন খতম দেয়।

তারজগেহ বলেন পবিত্র রমজান মাসে এক অথবা দুই বার কুরআন খতম করতে হবে। কারণ এই মাসে কুরআন তিলাওয়াতের সওয়াব অনেক বেশী।

পবিত্র রমজানের এই সবর্ণ সুযোগ হাত ছাড়া করা উচিত নয় এবং এই মাসে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য নেক আমল করা উচিত।

তিনি তার ফুটবল জীবন সম্পর্কে বলেন শৈশব থেকেই আমি ফুটবলার হতে চেয়েছি এবং এ জন্য আমাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।

মিশরের এই ফুটবল তারকা আরও বলেন শুধুমাত্র প্রতিভা ফুটবলার হওয়ার জন্য যথেষ্ট নয়; অবশ্য অনেকই আছেন যারা কম প্রতিভাবান, তবে তারা অধ্যবসায়ের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রেখে পেশাদার কর্মক্ষমতার প্রতি জোর দিয়ে সফল হয়েছেন। এমনকি তারা আপনাকেও ছাড়িয়ে গিয়েছেন, কারণ তাদের উদ্দেশ্য রয়েছে।

তিনি আরও বলেন আমি বর্তমানে যা অর্জন করেছি তার মূল কারণ হচ্ছে আমার পরিবার। কারণ তারা সবসময় আমাকে উৎসাহিত করেছে। আমি যদি আমার সাফল্যের সাথে কারও নাম রাখতে চাই তাহলে তারা আমার বাবা, মা, ভাই এবং বোন। ইকনা।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ