আওয়ার ইসলাম: চলতি বছরের ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উল্লিখিত ফিতরার হার নির্ধারণ করা হয়।
দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
ফলে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে মুসলমানরা তাদের সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
পবিত্র রমজান মাস শেষে এই সাদকাতুল ফিতর আদায় করতে হয়। যা নারী-পুরুষ, স্বাধীন-পরাধীন, শিশু-বৃদ্ধ, ছোট-বড় সকল মুসলিমের জন্য আদায় করা ওয়াজিব।
-এএ