আওয়ার ইসলাম: ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ক্যাম্প তাজি ঘাঁটিতে এই হামলা হয়। এ সময় মার্কিনিদের ঘাঁটি লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছোড়া হয়েছে।
সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, ইরাকে অবস্থিত মার্কিন তাজি ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। এ সময় অন্তত ৩৩টি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে।
তাজি ঘাঁটিতে হামলার কিছুক্ষণ পর ইরাকে অবস্থিত আরও একটি ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। বেসমায়া নামের ওই ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি স্প্যানিশ সেনারাও ছিল বলে জানা গেছে। হামলার সময় ঘাঁটি দুটির সেনারা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন।
দুটিতে ঘাঁটিতে রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর স্বীকার করেনি মার্কিন প্রশাসন। তবে এই হামলায় ঘাঁটি দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সূত্র। বিশেষ করে রকেট হামলায় তাজি ঘাঁটির অনেক স্থান ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত ইরাকি সংগঠনগুলোই হামলাটি চালিয়েছে। যদিও হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর থেকে ইরাকে মার্কিন ঘাঁটিতে নিয়মিতই হামলা হচ্ছে। গত কয়েকদিন ধরে এই হামলা বেড়েছে ব্যাপক হারে। এসব হামলার কারণে ইরাকে অবস্থিত অনেক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে ট্রাম্প প্রশাসন।
এ দিকে যুক্তরাষ্ট্রের প্রতি আবারও খেপেছে ইরান। বুধবার (১৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিনবাহিনীর ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধে হামলা চালিয়েছি এবং আরও হামলা চালাব।
-এটি