আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীতে মাওলানা মাকছুদ উল্লাহ রচিত ‘ইসলামের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় শহরের রাইফেল ক্লাব নানকিং কনভেনশন হলে বইটির মোড়ক উন্মোচন হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু ইসলামের বিধান কতটা মেনে চলতেন বইটিতে সেটা তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জীবনে ইসলামের প্রতিটি দিক প্রতিফলিত হওয়ার পরও তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ।
মাওলানা মুহাম্মদ মাকছুদ উল্লাহ বলেন, বঙ্গবন্ধু ইসলামকে কীভাবে অনুসরণ করতেন- তা বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। এই গ্রন্থ লেখায় রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই। যা সঠিক, তাই তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর প্রেরণা নিয়ে আমরা এগিয়ে গেলে বাঙালি কখনো পরাজিত হবে না। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সঞ্চালনা করেন সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, নগরীর শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ তসিকুল ইসলাম রাজা, কুবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষাবোর্ড সচিব মোয়াজ্জেম হোসেন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।
-এএ