শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বইমেলায় মাহমুদুল হক জালীসের ‘ইসলামিক মোটিভেশন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক মাহমুদুল হক জালীসের বই ‘ইসলামিক মোটিভেশন'। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। বইমেলায় প্যাভিলিয়ন ১৪- ঐতিহ্যের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির মুদ্রিত মূল্য ৩৭০টাকা।

বইয়ের ফ্লাপে লেখা হয়েছে, জীবন পরিবর্তনশীল। সুখ-দুখের সংমিশ্রণে যার বসবাস। হতাশার যানবাহনে যার চলাচল। শান্তির বাতাসে যার আশ্রয়। পেরেশানির আঁধারে যার ডুবে থাকা। দু্শ্চিন্তার গহ্বরে যার হারিয়ে যাওয়া।

বিষণ্ণতার সমুদ্রে যার পথভোলা। আনন্দের ডানায় যার ওড়াওড়ি। সুখের পাহাড়ে যার আরোহণ। কষ্টের পানিতে যার পিপাসা নিবারণ। কল্পনার জগতে যার সদর্প বিচরণ। আশা-নিরাশার দোচালায় যার ভরসা। স্বপ্ন-বাস্তবতায় যার সীমানা। সফলতা-ব্যর্থতায় যার সমাপ্তি।

— এ সবকিছু কোনো না কোনোভাবে মানুষের জীবনের সাথে এসে মিশে যায়। ডিপ্রেশনে ভুগাতে থাকে প্রতিটি পরতে পরতে। এটা ব্যক্তি জীবনেও হতে পারে, দাম্পত্যজীবনেও হতে পারে, পারিবারিক জীবনেও হতে পারে, সাংসারিক জীবনেও হতে পারে, এমনকি আধুনিক জীবনেও হতে পারে।

যার ফলশ্রুতিতে জীবন এসে দাঁড়াতে পারে হুমকির মুখে। ধৈর্যসীমার বাইরে চলে যেতে পারে উপায়-উপকরণ। উত্থান-পতনে উলট-পালট হয়ে যেতে পারে ফিলহাল জীবনযাপন।

সুতরাং এ সকল পরিস্থিতি কীভাবে একজন মানুষ মোকাবেলা করবে তার বিবরণ দেওয়া হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। মানব-দানবের জন্য একমাত্র পাথেয় পবিত্র কুরআন-হাদিসের প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাধান।

মোটিভেট করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে। আশা করি, বইটি পাঠকের সুখী-সমৃদ্ধ জীবন লাভের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ