আওয়ার ইসলাম: একুশে বইমেলায় এসেছে ইবাদ বিন সিদ্দিকের ভিন্ন আঙ্গিকের বই 'আপনার সমীপে যাহা বলিতে চাই’। মঙ্গলবার থেকে লিটলম্যাগ চত্বর ফেস্টুনের স্টলে (স্টল নং: ১৫১) পাওয়া যাচ্ছে বইটি।
নিজস্ব পর্যবেক্ষণ ও পঠন-পাঠনের নির্যাসকে ব্যবহার করে ইবাদ বিন সিদ্দিক সমাজস্থ বিভিন্ন প্রতিষ্ঠান—রাষ্ট্র, ধর্ম, পরিবার ও সংস্কৃতি বিষয়ক তার খণ্ড খণ্ড ভাবনাগুলো বইটিতে একত্রিত করেছেন অভিনব পদ্ধতিতে।
বিজ্ঞজনেরা বলছেন, ‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ বইটি সামাজিক মুক্তবুদ্ধি চর্চার প্ল্যাটফর্মকে আরও বিস্তৃত করবে। তর্ক ও জিজ্ঞাসায় ভাবনাগুলো প্রাসঙ্গিক। সমাজের মুক্তি, স্বাধীনতা এবং অগ্রগতির আলোচনায় ইবাদ বিন সিদ্দিকের এই চিন্তাপ্রকল্প অবদান রাখবে। গ্রন্থটি ভাবনা-চর্চার একটি ব্যতিক্রমী পাঠ্য হবে বলে ধারণা ও প্রত্যাশা করছেন বোদ্ধা পাঠকশ্রেণি।
নাম: আপনার সমীপে যাহা বলিতে চাই; লেখক: ইবাদ বিন সিদ্দিক; প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ; প্রকাশনী: ফেস্টুন পাবলিশার্স; মুদ্রিত মূল্য: ১৫০ টাকা; স্টল নং: ১৫১, লিটলম্যাগ চত্বর।
আরএম/