শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বইমেলায় সাজ্জাদুল হক স্বপনের-মণিপুরি মুসলিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

অমর একুশে গ্রন্থমেলায় লেখক ও গবেষক সাজ্জাদুল হক স্বপনের একটি বই প্রকাশ হতে চলেছে। বইটি-ই বেশ আলোড়ন সৃষ্টি করবে বলে পাঠক মহলে বেশ আলোচনা চলছে। এটি গবেষণামূলক ইতিহাস বই- ভারতের মনিপুর রাজ্য থেকে সিলেটে ৪০০ বছরের ‘মণিপুরি মুসলিম’।

সাজ্জাদুল হক স্বপনের অপরিসীম নিষ্ঠায় এই বইটিতে মণিপুরি মুসলিম জাতির ইতিহাস ও উৎসের সন্ধান সক্ষম হবে। এ জন্য পরবর্তী প্রজন্ম তাঁকে স্মরণ করবে।

গভীর নিবেদন সহকারে তিনি মণিপুরি মুসলিম জাতির উৎসের সন্ধান করেছিলেন। এর ফলে যে বিপুল তথ্য উদ্ঘাটিত হয়েছে তাতে অবশ্যই পাঠকের বিস্মিত করবে। তাঁর লেখা ও ভাবনার সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে মণিপুরি মুসলিম জাতির ইতিহাস ও গবেষক তত্ত্ব।

১৬০৬ সালে মুসলমানদের এক বড় বাহিনীর মণিপুরে প্রথম আগমন হয়৷ রাজপরিবারে অনুজ যুবরাজ সানোংবার সাথে রাজা খাগেম্বার মতদ্বৈধ সৃষ্টি হলে যুবরাজ সানোংবা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুগত বাহিনী ও প্রজাসহ পালিয়ে গিয়ে কাছাড় রাজার কাছে আশ্রয় গ্রহন করেন৷ সেখানে তিনি বাহিনী সংগঠিত করেন এবং এ বাহিনীতে আগ্নেয়াস্ত্র সজ্জিত মুসলমান সৈন্যদেরও নেওয়া হয়।

তিনি মুসলমান সৈন্যদের আশ্বস্ত করেন যে, যদি তারা সিংহাসন অধিকার করে তবে প্রতিদান স্বরপ পুরস্কৃত করা হবে এবং রাজদরবারে বড় বড় পদের জন্য অবশ্যই বিবেচনা করা হবে৷ এটিকে এ অঞ্চলে দ্বিতীয়বারের আক্রমণ মনে করা হয় এবং ১৬০৩ সালের আক্রমণকে প্রথম আক্রমণ ধরা হয়।

সাজ্জাদুল হক স্বপন একজন সজ্জন ও বিদ্বান ব্যক্তি। তিনি শুধু লেখক ও গবেষক নন, বরং সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে। ‘আমরা যে কাজটি করতে পারিনি বইটির লেখক এটি করে দেখিয়েছেন। তাঁর বইটি পরবর্তী প্রজন্মকে ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় জানতে সাহায্য করবে।’

ভারতের মনিপুর রাজ্য থেকে সিলেটে ৪০০ বছরের মণিপুরি মুসলিম বইটি দেশের প্রকাশনা জগতে প্রথমসারি প্রকাশনী অ্যাডর্ন পাবলিকেশন্স বাজারে আনছে। বইটির মুদ্রিত মূল্য ৪৯০ টাকা নির্ধারণ হলেও একুশে বইমেলায় অ্যাডর্ন পাবলিকেশন্স এর ২২৭--২৩০ স্টলে পাওয়া যাবে বিশেষ ছাড়ে।

বইটির লেখক সাজ্জাদুল হক স্বপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন৷ সিলেট জালালাবাদ টি.টি.কলেজ হতে বি.এড, সিলেট এমসি কলেজ হতে গনিতে বিএসসি (অনার্স) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এমএসসি সম্পন্ন করেন৷ পরবর্তীতে মৌলভীবাজার পিটিআই হতে সি-ইন-এড ও বিএড ঢাকার আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় হতে এমএড ডিগ্রি অর্জন করেন৷

১৯৯৯ সালে তিনি সহকারী শিক্ষক হিসেবে শ্রীমঙ্গলের রাইফেলস উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন৷ ২০০০ সালে উবাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন৷ বর্তমানে একই পদে হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত আছেন৷ চাকুরি জীবনে তিনি দুবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন৷ বিভিন্ন সাময়িকী, ম্যাগাজিন স্মারক গ্রন্থ সম্পাদনা ও প্রবন্ধ, কবিতা, অনুবাদ, জীবনী, স্মৃতিচারণমুলক নিয়মিত লেখালেখি করছেন।

গতানুগতিক ধারার বাইরে থেকেও কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সাজ্জাদুল হক স্বপন। পেশায় একজন শিক্ষক হলেও কেবল মণিপুরি মুসলিমদের ঘিরেই ভাষা, ইতিহাস -ঐতিহ্যের সংরক্ষক, গবেষক ও সফল সংগঠক হিসেবে সুপরিচিতি লাভ করেন।

ভারতের মনিপুর রাজ্য থেকে সিলেটে ৪০০ বছরের মণিপুরি মুসলিম বইটি সম্পর্কে সাজ্জাদুল হক স্বপন বলেন, সংখ্যাস্বল্প জাতি ও গবেষনার অভাবে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর কাছে বাংলাদেশ মণিপুরি মুসলিম সম্পর্কে অনেকের অজানা এই গ্রন্থটিতে মণিপুরি মুসলিম জাতিসত্তার উৎপত্তি ও জীবনের ইতিহাস সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে জানতে পারবে। মণিপুরি মুসলিমদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, ইত্যাদি বিষয়ে বইটি পাঠকদের সামনে তা পরিস্কার করবে ইনশাআল্লাহ।

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে অনেক বই প্রকাশিত হবে। পাঠকের হৃদয় রাজ্য ছুঁয়ে যাবে বহু বই। অসংখ্য গ্রন্থের তালিকায় পাঠক প্রিয় হিসেবে আলোচিত হবে সাজ্জাদুল হক স্বপনের মণিপুরি মুসলিম বইটি —এমনটাই প্রত্যাশা রইলো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ