আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় যুবাইর আহমাদ তানঈমের লেখা ইতিহাস বিষয়ক বই 'শাহানাশাহ' প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা 'বইপ্রকাশ'। আগামী ১১ ফেব্রুয়ারি বইটি বইমেলায় আসবে। পাওয়া যাবে ৩৩৭, ৩৩৮ নম্বর স্টল বাংলার প্রকাশনে।
সপ্তদশ শতকের মহানায়ক ‘আওরঙ্গজেব’ বা বাদশাহ আলমগীর নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। বইটিকে উপন্যাসের ধাঁচে সাজানো হয়েছে। তবে মূল ইতিহাসে কোনো ব্যতিক্রম করা হয়নি। প্রতিটি তথ্যের রেফারেন্স বইটির শেষে যুক্ত করে দেয়া হয়েছে।
যুবাইর আহমাদ তানঈমের জন্ম– ১৯৯৭ সালের ২৫ মে, কুমিল্লা জেলার বরুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রামে। ইসলামের প্রতি আস্থা ও ভালবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদও শ্রদ্ধা– তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে, সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এটি তার প্রথম কাগুজে সন্তান।
এক নজরে বই–
বই: শাহানশাহ
লেখক: যুবাইর আহমাদ তানঈম
প্রকাশনায়: বইপ্রকাশ
পৃষ্ঠাসংখ্যা: ২৪৬
মুদ্রিত মূল্য: ২৮০/-
-এএ