আওয়ার ইসলাম: লেখক তানভীর সিরাজের রচনা ও রাহবার প্রকাশনী বাজারে আনছে নারী শিক্ষার ঐতিহ্য এবং মহিলা মাদরাসার ইতিহাস, পথ ও পদ্ধতি নিয়ে নতুন বই “মহিলা মাদরাসা”।
বইটির প্রথম দুই অধ্যায়ে নারী শিক্ষার ঐতিহ্য এবং মহিলা মাদরাসার ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখানে সোনালী যুগ থেকে শুরু করে আজকের দিন পযর্ন্ত নারী শিক্ষার ঐতিহাসিক অনেক বর্ণনা চলে এসেছে।
বাংলাদেশে 'মহিলা মাদরাসা' ধারার প্রবর্তক ও মহিলা মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বর্ষিয়ান আলেম ও জামিয়া আরবিয়া হাইলধর (বালক-বালিকা) এর মহাপরিচালক আল্লামা শেখ আবদুল মালেক হালিম বইটির গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি বলেন, 'আমার, স্নেহাস্পদ আলেম লেখক তানভীর সিরাজের লেখা ‘মহিলা মাদরাসা’ বইটির সূচিপত্রসহ গুরুত্বপূর্ণ অংশ আমি অধ্যয়ন করেছি। বিষয়বস্তু বিচার ও তথ্য-উপাত্ত বিবেচনায় বইটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকদের জন্য উপকারী হবে বলে আমার সুদৃঢ় প্রত্যাশা।
তিনি আরও বলেন, বইটিতে লেখক কেবল তত্ত্বীয় বয়ান সন্নিবেশ করেই ক্ষ্যান্ত হন নি; মহিলা মাদরাসা প্রতিষ্ঠা, পরিচালনা, শিক্ষকতা প্রভৃতির সঙ্গে জড়িত ব্যক্তিগণের মতামত, পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমের এর ব্যবহারিক মূল্য এবং বাস্তবচিত্রকে সমৃদ্ধ করেছেন।'
তৃতীয় অধ্যায়ে ‘কওমি মহিলা মাদরাসা’ পরিচালনার দিকনির্দেশনা, বিভিন্ন আলোচনা-সমালোচনা, পরিচালক-পরিচালিকা, শিক্ষক-শিক্ষিকা আর ছাত্রীদের জন্য গবেষণামূলক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এ অধ্যায়টি পরিপূর্ণ সম্পাদনা করেছেন মহিলা মাদরাসার প্রতিষ্ঠাকালীন আলেমা, সমকালীন আলেমাদের শিরোমণি, প্রখ্যাত দায়ীআ বা ওয়া‘ইযা ও ফাতেমাতুজ যোহরা রা. মহিলা মাদরাসার পরিচালিকা মুহতারামা আলেমা হাসনা হেনা খাকী।
মুহতারামা আলেমা বলেন, 'নারী শিক্ষা বিকাশে যুগের জন্য মহিলা মাদরাসা (ইতিহাস, ঐতিহ্য, পরিচালনা) নামক এ বইখানা অতীব গুরুত্বপূর্ণ। সকলের বুকশেলফের সংগ্রহালয়ে এটি রাখা উচিৎ।'
বইটি শীঘ্রই বাংলাবাজার কওমি লাইব্রেরি, রাহবার প্রকাশনী, ফুলদানী প্রকাশনী, মাকতাবায়ে ত্বহা, কবির বুক হাউজ, সাভার মাদরাসা লাইব্রেরি, মাকতাবাতুল আবরার, খন্দকার লাইব্রেরি, বইমেলাসহ দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে, ইনশা আল্লাহ।
এক নজরে বই
বই: মহিলা মাদরাসা
লেখক : তানভীর সিরাজ
প্রকাশনায়: , ইসলামি টাওয়ার,১১/১ বাংলাবাজার, ঢাকা১১০০।
প্রকাশকাল: ১৫/০২/২০২০
পৃষ্ঠাসংখ্যা: ১৪৪
মুদ্রিত মূল্য: ২২০/= ৫০% ১১০ টাকা মাত্র
প্রি-অর্ডারমূল্য ৫৫ টাকা মাত্র।
যোগাযোগ ০১৬৭৫৪১৩৫৮৭, ০১৭২২০১৬৫৭৭
আরএম/