শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বইমেলায় আসছে মাহমুদ তাশফীনের নতুন বই 'স্বপ্নের চেয়েও বড়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় আসছে মেধাবী তরুণ আলেম মাহমুদ তাশফীনের নতুন বই ‘স্বপ্নের চেয়েও বড়’। মোটিভেশনমূলক বইটি বাজারে আনছে প্রকাশনা প্রতিষ্ঠান সওগাত। প্রচ্ছদ করেছেন কবি সুলাইমান সাদী। বইটির মূল্য ধরা হয়েছে ১৪৬ টাকা।

লেখক মাহমুদ হাসান তাশফীন কওমি মাদরাসা পড়ুয়া তরুণ আলেম। কর্মচঞ্চল ও বিনয়ী। লেখক ও সাংবাদিক শাকের হোসাইন শিবলি সাহেবের তত্ত্বাবধানে প্রথম বই প্রকাশ। প্রকাশিত বই, নির্বাচিত বয়ান ও হিরো মোতি পান্না (অনূদিত)। তার অনুবাদ বোদ্ধামহলে প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়াও 'মারইয়াম' নামে একটি সাময়িকীর সম্পাদনা করছেন।

প্রকাশিতব্য ‘স্বপ্নের চেয়েও বড়’ বইটি নিয়ে সাহিত্য সংগঠন বাংলাবাড়ির পরিচালক ইশতিয়াক সিদ্দিকী বলেন, অশান্ত, বর্বর ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ এ পৃথিবীতে সবাই সুখ চায়, শান্তি চায়। হাজারো কষ্ট-ক্লে শ ও পেরেশানীর পরও মানুষ চায় একমুঠো সুখ। একটু আরাম। একটু বিশ্রাম।

গ্রাম-শহর-দেশ সবকিছুই এখন উন্নত হচ্ছে। উন্নতি-অগ্রগতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। কিন্তু সভ্যতা-সংস্কৃতির দ্রুত প্রচার-প্রসারের এ সময়েও মানুষ দিন-দিন মানবিক ও আত্মিক দিক দিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ জীবন-যাপন অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছে। যেখানে সবচে' সুখের সময় উপভোগ করার কথা ছিলো, সেখানে উল্টো অশান্ত পরিবেশ দেখা যাচ্ছে। মানুষ তার স্রষ্টা কর্তৃক নির্দেশিত পথ না জেনে, না মেনে ও না চলে সেই কথিত শান্তির কুয়াশাচ্ছান্ন পথে দৌঁড়াচ্ছে।

শান্তি ও সুখের আশায় সেমিনার-সিম্পোজিয়াম হচ্ছে। মোটিভেশন স্পীকারবৃন্দ পরিবর্তনের আলো দেখাচ্ছেন। মানুষ সাময়ীক তৃপ্ত হচ্ছে। উজ্জীবিত হচ্ছে। কিন্তু যেসব মোটিভেশন স্পীকারের মাধ্যমে বিত্তবানরা সুখ খোঁজে, দিনশেষে দেখা যায় খোদ মোটিভেশন স্পিকারগণ অসুখী। সকল পেরেশানী সমাধানকারী মনোবিজ্ঞানীরাও মনোরোগো আক্রান্ত। কারণ প্রকৃত মোটিভেশন থেকে সবাই দূরে। সবাই সুখের উৎসধারা থেকে সরে গিছয়ে মরীচিকায় সুখ তালাশ করছে।

অথচ পবিত্র কুরআন-হাদীস ও আধ্যাত্মিক মনীষীদের নির্দেশনাই প্রকৃত মোটিভেশন। সুখের ঝর্ণধারা। যে ঝর্ণাধারা শতাব্দী থেকে শতাব্দীকাল ধরে মানুষের আত্মিক প্রশান্তিদান এবং তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণে চেষ্টা করে যাচ্ছে।

তরুণ মেধাবী আলেম, মাহমুদ তাশফীন স্রোতের বিপরীতে হেঁটে গৎবাধা নিয়মের বাইরে গিয়ে সে কাজটি করতে চেয়েছেন। প্রচলিত মোটিভেশনের পাশাপাশি প্রকৃত মোটিভেশন, সুখ ও সফলতার চাবিকাঠি তুলে ধরেছেন বইয়ের পাতায় পাতায়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ