শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

জাবির মাহমুদের 'মেঘের বাড়ি দেব পাড়ি' সমাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ আসছে তরুণ ছড়াকার ও কবি জাবির মাহমুদের শিশুতোষ ছড়াগ্রন্থ ‘মেঘের বাড়ি দেব পাড়ি’। বইটি বের করেছে নাশাত পাবলিকেশন। বইটি মেলায় বাংলার প্রকাশন স্টলে পাওয়া যাবে। এছাড়াও বাংলাবাজার ইসলামি টাওয়ারের মাকতাবাতুন নুরেও পাওয়া যাবে।

বইটি সম্পর্কে কবি ও গল্পকার সাইফ সিরাজ লিখেছেন, ‘জাবির মাহমুদের ছড়া পড়তে পড়তে নিজের স্মৃতি আর ঐতিহ্যের গহীনে ডুবতে থাকবেন আপনি। শব্দ আর বাক্যের বুননে দোলে ওঠবে চৈতন্য। আবেগ-অনুভবে নামবে হারিয়ে পাওয়ার শিহরণ।

প্রতিটি ছড়াই সম্ভাবনার নতুন একটি দুয়ার। ফুলের ডালে পরী নাচিয়ে কর্পোরেট পৃথিবীর হেমন্তকে মেকি বলে প্রকৃতির বিপর্যয়ে আপনার দৃষ্টি আটকে দেওয়ার মুন্সিয়ানা দেখিয়েছেন ছড়াকার। লাঙল, জোয়াল, ঢেকি অনুষঙ্গ হয়েছে তার ছড়ার; অনুষঙ্গগুলো আপনার ভেতরের সুখস্মৃতিকে রোমন্থিত করবে। শিশু-কিশোরের মন ও মননকে অনুসন্ধিৎসু করবে। আনন্দ দিবে নিখাঁদ।

প্রেম, হাহাকার, ঐতিহ্য, আনন্দ ইত্যাদি মিলিয়ে জাবির মাহমুদের এই প্রয়াস আমাদের শিশু-কিশোর প্রজন্মকে আন্দোলিত করবে। নিশ্চয়তা দিচ্ছি বড়রাও ঠকবেন না এই ছড়াগুলো পাঠে। পাঠশেষে বলবেন, ‘এভাবেও ভাবা যায়! এইরকমও বলা যায়!’

তরুণ ছড়াকারের জন্ম ২০০০ সালের ১০ অক্টোবর, মানিকগঞ্জের বাড়াই ভিকরা গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে তাকমিল জামাতে (মাস্টার্স) অধ্যয়নরত। তিনি ছড়া লিখলেও পাশাপাশি ছোটগল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ লিখছেন নিয়মিত।

এক নজরে বই-

বই: মেঘের বাড়ি দেব পাড়ি
লেখক: জাবির মাহমুদ
প্রকাশক: নাশাত পাবলিকেশন
প্রচ্ছদ: হামীম কেফায়েত
প্রচ্ছদ মূল্য: ৯০ টাকা
পৃষ্ঠা: ৪৮

রকমারি ডটকম থেকে বইটি প্রি অর্ডার করতে ক্লিক করুন  অথবা ফোন করুন  ১৬১৯৭

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ