আওয়ার ইসলাম: মিয়ানমার সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রাখাইনের রোহিঙ্গা সঙ্কট নিরসনে বেশ জোর দিয়েছেন বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ কথা জানান।
গত ১৭-১৮ জানুয়ারি মিয়ানমার সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সফর শেষে দেয়া ওই যৌথ বিবৃতিতে রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে মিয়ানমারের প্রতি আহ্বান জানায় চীন।
হুয়ালং ইয়ান জানান, মিয়ানমার সফরকালে প্রেসিডেন্ট শি জিন পিং রাখাইন সঙ্কট সমাধানে জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে রাখাইন সঙ্কট সমধানে মিয়ানমারকে তাগিদ দিয়েছে চীন। এ সঙ্কট সমাধানে চীনের পক্ষ থেকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
-এটি