মাওলানা আবু সালেম।।
প্রশ্ন : অনেকে কলিংবেলের রিংটোন হিসাবে সালাম ব্যবহার করে থাকেন এটি জায়েয কিনা?
উত্তর: হ্যাঁ, এ ক্ষেত্রে সালামের ব্যবহার জায়েয। কারণ, শরীয়তে সালাম এর ব্যবহার দু'ভাবে এসেছে। একটি হল অভিবাদন হিসাবে সালামের ব্যবহার। দ্বিতীয়টি হল অনুমতি প্রার্থনামূলক সালাম। অর্থাৎ কারো ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার জন্য সালাম দেওয়া । কলিংবেলের রিংটোন হিসেবে সালামের ব্যবহার এ প্রকারের সাথে মিল রয়েছে। তাই কলিংবেলের রিংটোনের জন্য সালামের ব্যবহার না জায়েয নয়।
-এটি