শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

আল্লামা বাবুনগরী রচিত বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ জামেয়া আহলিয়া হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী রচিত আরবি বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন শুক্রবার ঢাকার মাতুয়াইল আলনূর এডুকেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আলনূর কালচারাল সেন্টার 'তাওহিদ ও শিরক' বইটি প্রকাশ করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ঈমান ও তাওহিদ মুসলিম অস্তিত্বের ভিত্তিমূল। তাওহিদের প্রতি নিবেদিত আমাদের জীবন ও মরণ। 'তাওহিদের প্রতি আহ্বান ও শিরক থেকে সাবধান' এই কর্মসূচিতে বিশ্ব মুসলিম এক ও অভিন্ন।

বইটি প্রকাশের জন্য মাওলানা বাবুনগরী আলনূর সেন্টারকে ধন্যবাদ জানিয়ে এর উত্তোরত্তর সফলতা কামনা করেন।

আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন, বাংলাদেশী উলামা ও আরবি সাহিত্যিকদের রচনা আরব দেশে উল্লেখযোগ্যহারে পৌঁছেনি। এই শুন্যতা পূরণে আলনূর সেন্টার এ উদ্যোগ নিয়েছে। আল্লামা বাবুনগরীর বই প্রকাশের মাধ্যমে এর উদ্বোধন হল। হজরতের দোয়া ও সকলের সহযোগিতায় এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করেন আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক মুফতি সালমান। মুখ্য আলোচক ছিলেন আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

এছাড়াও উপস্থিত ছিলেন- উত্তরা দারুল ইরফান পরিচালক মাওলানা রাকিবুর রহমান, মাদরাসাতুল মাআরিফ ঢাকার ভারপ্রাপ্ত মুদির মাওলানা খালেদ সাইফুল্লাহ, দ্বীনিয়াত বাংলাদেশের সহকারী পরিচালক মাওলানা আবু আদনান নোমান কাসেমী প্রমুখ। প্রধান অতিথিকে অভিনন্দনপত্র প্রদান করেন মাওলানা ফরহাদ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ