মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

জিকিরের ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দানের পথঘাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ইজতেমা ময়দান থেকে

গত ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া আলমী শুরার তত্বাবধানে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আজ শেষ দিনের মোনাজাত হবে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময়।

তাই মোনাজাতকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই ইজতেমা ময়দানে মানুষ জড়ো হতে শুরু করেছে। মানুষ আসার ধারা থেমে থাকেনি আজ সকালেও। বেলা বাড়ার সাথে সাথে লাখো লাখো মুসুল্লির লা'ইলাহা ইল্লাল্লার ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে ইজতেমার পথ-ঘাট।

আগে থেকেই ময়দান কানায় কানায় পূর্ণ, তাই আখেরি মোনাজাতে অংশ নিতে আশা মুসল্লিরা রাস্তায়, ফুটপাতে, ইজতেমা প্রাঙ্গণের আশপাশের বাসা, বাড়ি, অফিসের ছাদে অবস্থান করছে। কিছু কিছু ছাদে অসংখ্য মহিলাদেরও বসে থাকতে দেখা যায়। সবারই উদ্দেশ্য মোনাজাতে অংশ নেয়া।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

এদিকে আলমী শুরার এই ইজতেমাকে ২টি ধাপে করার জোড় দাবি উঠছে ইজতিমায় অংশ নেয়া মুসল্লিদের। তারা বলেন, জায়গার সংকুলান হচ্ছে না। বাহিরে খোলা আকাশের নিচে থেকেও অনেকেই জায়গা পাচ্ছেন না। তাই এ বিষয়ে মুরুব্বিগণকে সরকারের কাছে আবেদন করার আহব্বান জানান।

মোনাজাত উপলক্ষ্যে আজ ভোর ৫টা থেকে বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ