মুহাম্মদ এফ.এস.ডি ইকরামুল হক
শীত সকালে চলছে গাড়ি
ইজতেমারই পানে,
বিশ্ববাসীর মিলন আসর
দেখবো পুলক প্রাণে।
তুরাগ নদীর পরশ পেতে
ঢাকার রাহে চলি,
রব্বে পাকের জিকির ঠোঁটে
কথাও দীনি বলি।
দেশ বিদেশের আসছে সাথী
মধুর বয়ান মাঠে,
রূহের খোরাক যাচ্ছি পেতে
নয়তো কে আর খাটে!
লক্ষ শ্রোতা লোকের নদী
ইজতেমারই মাঠ,
বয়ান শুনে শিখবো আমল
এই আমাদের পাঠ।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ।
আরএম/