মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

মানবজাতির প্রতি একজন নওমুসলিম আলেমের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ইসলামধর্ম আল্লাহর শ্বাশত জীবন বিধান। অন্যান্য বাতিল ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণকারী নওমুসলিমের জন্য দুনিয়া ও আখেরাতে অসংখ্য পুরস্কার ও উপকারের কথা ঘোষিত হয়েছে। সংক্ষিপ্তাকারে সে বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন নওমুসলিম মুফতি শফিকুর রহমান।


ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সাওয়াব দান করেন। এর মধ্যে কিছু নিম্নে তুলে ধরা হলো।

ইসলাম গ্রহণ করলে অতীতের সকল পাপ মহান আল্লাহ ক্ষমা করে দেন। চিরস্থায়ী জান্নাত ও স্বর্গ লাভের পথ সুগম হয়। জাহান্নাম তথা নরকের চিরস্থায়ী অধিবাসী হওয়া থেকে বাঁচা যায়।

সমস্ত পৃথিবী ও পুরো সৃষ্টি জগতের প্রকৃত মালিক একমাত্র ‘আল্লাহ’ এর উপাসনা করা যায়। উপাসনা কারীর উপাসনা - ইবাদত মহান প্রভূ আল্লাহর নিকট গ্রহনযোগ্য হয়। কেননা অমুসলিমদের কোন ইবাদত-উপাসনা মহান আল্লাহ গ্রহণ করেন না।

মহান আল্লাহ মানুষ কে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তথা তার ইবাদত উপাসনার জন্য, সে উদ্দেশ্য সফল হয়।ইসলাম গ্রহণে এমন এক পবিত্র জীবন লাভ হয় যে পবিত্রতার স্বাদ স্বয়ং ইসলাম গ্রহনকারীই বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এক স্বর্গীয় আত্মপ্রশান্তি লাভ হয় যা আগে পাওয়া যেত না। বুঝে শুনে ইসলাম গ্রহণকারী প্রয়োজনে জানও দিতে প্রস্তুত হয়ে যায় কিন্তু ইসলাম ছাড়তে রাজি হয় না।

কিন্তু কেন এমন হয়? এর উত্তর জানতে কোন নওমুসলিম কে জিজ্ঞাসা করুন। মহান আল্লার বাণী (প্রতিদান প্রাপ্তিসহ) কুরআন পড়ার সৌভাগ্য অর্জন করা যায়, যে বাণীর স্বাদ অপূর্ব, যা ভাষায় কলমের কালি দিয়ে প্রকাশ সম্ভব নয়।

কুরআন এক আশ্চর্য গ্রন্থ যা যতবারই পড়া হয় ততই ভাল লাগে,যার অলৌকিকতা পাঠক মাত্রই টের পায়। আর যদি তাদাব্বুর (চিন্তা ফিকির) এর সাথে পড়া হয় তার অলৌকিকতা আপনিও বুঝতে পারবেন হে ভাই /বোন! পৃথিবীতে এমন দ্বিতীয় কোন কিছু আছে কি?

সুতরাং আসুন ইসলাম কে জানি । আপনি অমুসলিম হলে ইসলাম গ্রহণ করুন। ইসলাম গ্রহন করলে বুঝতে পারবেন এই ভাই আপনার কতটুকু ভ্রাতৃত্বের হক্ব আদায় করেছে।

ইসলাম গ্রহণের ইচ্ছা না থাকলেও আপনি অবশ্যই এ বইগুলো পড়বেন। ইসলামের ব্যাপারে কিছু পরিস্কার জ্ঞান লাভ করবেন।

আপনার আমানত। ইসলাম কে জানতে হলে। ঈমান জাগানিয়া সাক্ষাতকার। মরণের পর কি হবে? বইগুলো ঢাকা বাংলাবাজার এর ইসলামি টাওয়ার এ পাওয়া যাবে।

হে পাঠক! আপনি পূর্বথেকে মুসলিম হলে ইসলামের উপর পরিপূর্ণ ভাবে চলার চেষ্টা করুন। এবং এ বার্তাটি পৌছে দিয়ে নবীওয়ালা কাজে শরীক হোন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ