মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাজার, নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার বর্নো রাজ্যে সন্ত্রাসীদের পেতে রেখে যাওয়া বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

সোমবার (৬ জানুয়ারি) নাইজেরিয়ার গ্যামবরু ও ক্যামেরুনের ফটোকল শহরকে যুক্ত করা সেতুর পার্শ্ববর্তী বাজারে এ বোমা বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের নাগরিক রয়েছেন।

ক্যামেরুনের ওই অঞ্চলের গর্ভনর জানিয়েছেন, এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেন। এর পরেই বিস্ফোরণটি ঘটেছে।

জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী গুলো ২০১৪ থেকে এ এলাকায় আঘাত হানার চেষ্টা করছিল। সেসময় বোকো হারাম গ্যামবরু ও তার কাছের শহর অবরুদ্ধ করে রেখেছিল। একমাস ধরে অবরোধ চলে। তারপর নাইজেরিয়ার সেনা আবার শহরের দখল নেয়। কিন্তুসন্ত্রাসীরা তারপরেও বহুবার ক্ষেপণাস্ত্র হানার চেষ্টা করেছে। এবার তাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ৩০ জন সাধারণ মানুষের। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

এদিকে, এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা এ হামলার জন্য সন্ত্রাসী সংগঠন বোকো হারামকে দায়ী করেছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ