মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ. এর সহধর্মীনির জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বড় সাহেবজাদা মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.এর সহধর্মীনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় রাজধানীর কামরাঙ্গীর চরে নূরিয়া মাদরাসা ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন হযরত হাফেজ্জী হুজুর রহ. ছোট সাহেবজাদা বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

জানাজায় উপস্থিত ছিলেন- মাওলানা আবু তাহের মেসবাহ, মুফতি আব্দুল মালেক, শায়খুল হাদিস সুলাইমান নোমানী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা শেখ আজীমুদ্দিন, মাওলানা সফির উদ্দিন শিশু হুজুর, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, হাফেজ খালেদ, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা যোবাইর, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আশরাফ পাহাড়পুরীসহ বহু ওলামায়ে কেরাম।

এর আগে রোববার রাত ১২টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৬৬ বছর বয়সে তিনি ইন্তকাল করেন। মৃত্যুকালে তিনি তার পরিবারে অসংখ্য হাফেজ-আলেমসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন, ধর্মীয় সকল গুনে গুনান্বিত এক মহিয়সী নারী। মুসলিম নারীদের জন্য অনুসরনীয় ও এজন আদর্শ পথনির্দেশিকা। যার কাছ থেকে ধর্মীয় তালিম-তরবিয়ত গ্রহণ করেছেন শত শত মুসলিম নারী।

তিনি হাফেজ মাওলানা ওলিউল্লাহ ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর মা ও বাংলার নন্দিত ইসলামী সাহিত্যিক মাওলানা আবু তাহের মেসবাহ এর শাশুড়ী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ