আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের একটি সরকারি ওয়েবসাইটে হামলা চালানোর দাবি করেছে ইরানিভিত্তিক একটি হ্যাকার গোষ্ঠী।
শনিবার (৪ জানুয়ারি) সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়ার বার্তা দিয়েছে তারা।
ফেডারেল ডিপজিটরি লাইব্রেরি প্রোগামের ওয়েবসাইট হ্যাক করে সেখানে ইরানি হ্যাকারদের একটি পেজ স্থাপন করে দেয়া হয়েছিল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও দেশটির পতাকা প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে দেখা গেছে এবং ছবি সম্পাদনা করে ট্রাম্পের গালে ঘুষি বসিয়ে দেয়া হয়েছে। পেজটিতে আরও লেখা রয়েছে, সোলাইমানির শাহাদত, বহু বছর ধরে কৃপাহীন প্রতিশোধ চলবে।
এতে আরও বলা হয়েছে, তার চলে যাওয়ায় আল্লাহর ইচ্ছায় তার কাজ ও পথ বন্ধ থাকবে না। যারা তিনিসহ অন্যান্য শহীদদের রক্তে নিজেদের নোংরা হাত রঞ্জিত করেছেন, সেই অপরাধীদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে।
পেজটিতে ছবির একটি ক্যাপশনে লেখা রয়েছে, ইরানের সাইবার সক্ষমতার ছোট্ট একটি অংশ এটি।
তবে মিরর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ হ্যাকারদের নাম লেখা থাকলেও তাদের হ্যাকিংয়ের শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমেরিকাও নিশ্চিত করেনি কারা হ্যাক করেছে।
এদিকে কোনো আমেরিকান কিংবা মার্কিন সম্পদে ইরান হামলা চালালে দেশটির ৫২টি স্থাপনায় পাল্টা আঘাত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন হামলায় ইরানের আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার একদিন পর তিনি এমন মন্তব্য করেছেন। এর কয়েক ঘণ্টা পর এই সাইবার হামলার ঘটনা ঘটেছে।
-এএ