মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

'সিএএ হিন্দু-মুসলিম উভয়ের ক্ষতি করবে', যুক্তি দিলেন কেজরিওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়েরই ক্ষতি করবে বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

সিএএ’র তীব্র সমালোচনা করে তিনি দাবি করেছেন, দেশের অর্থনীতি নিম্নগামী, সন্তানদের জন্য বাসস্থান নেই, চাকরি নেই। এর মধ্যে এই আইনের কোনও দরকার ছিল না। শুক্রবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডটিভি।

কেজরিওয়াল বলেছেন, পাকিস্তান থেকে আসা হিন্দুদের দিকে মনোনিবেশ দেওয়ার পরিবর্তে প্রথমে নিজ দেশে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।

সিএএ’র বিরোধিতা করে সম্প্রতি কেরালা রাজ্যের বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে। এ প্রসঙ্গে এই নেতা বলেন, ‘বিধানসভায় এটা পাস হওয়া বা বাতিল হওয়ার কোনও মানে হয় না। এটি সারাদেশে ও পার্লামেন্টে বাতিল হতে হবে। আমি যদি বিধানসভায় বিলটি বাতিল করি তাহলে কি আইনটি স্থগিত হবে? পার্লামেন্টকে এটি বাতিল করতে হবে।’

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের হিন্দুদের প্রতি এতো ভালবাসা, আর ভারতীয় হিন্দুদের প্রতি কি অবস্থা? আমি এটার মানে বুঝি না। দেশের অর্থনীতি নিম্নগামী, আমাদের সন্তানদের জন্য চাকরি নেই, বাসস্থান নেই। আর তারা পাকিস্তানের দুই কোটি হিন্দু পাওয়ার জন্য পরিকল্পনা করছেন। প্রথমে আমাদের নিজ দেশের প্রতি মনোনিবেশ করুন। তাহলেই আমরা সবকিছুই পাবো।’

কেজরিওয়াল বলেছেন, ‘এই আইনের ফলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আইনটি হিন্দু-মুসলিম উভয়কে বঞ্চিত করবে।’

বিতর্কিত এই আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নিপীড়িত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ