আওয়ার ইসলাম: উপমহাদেশের যুগশ্রেষ্ঠ মনীষী হজরত সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.-এর ঐতিহাসিক আমেরিকা সফরনামা নিয়ে রচিত গ্রন্থ 'আমেরিকায় দুই মাস' প্রকাশিত হয়েছে।
বইটি বাজারে এনেছে মাকতাবাতুস সুন্নাহ। মূল উর্দু বইয়ের লেখক মাওলানা রাবে হাসান নদভী। সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. নিজেই মূল বইয়ের পান্ডুলিপি সম্পাদনা করেছেন। বাংলায় ভাষান্তর করেছেন শফিক মারুফ। সম্পাদনা করেছেন মাকতাবাতুস সুন্নাহর স্বত্ত্বাধিকারী ও প্রকাশক খালিদ সাইফুল্লাহ কাসেমি।
বইটি সম্পর্কে তিনি বলেন, আমেরিকা ভ্রমণের এই দিনলিপি মূলত সাইয়েদ আবুল হাসান আলী নদভীর আমেরিকার সফরনামা। তিনি দাওয়াতের উদ্দেশ্যে আমেরিকা সফর করেন। এই সফরনামা আমেরিকা সফরের অনেক বড় একটি চিত্র তুলে ধরে।
তিনি আরও বলেন, বইটির পাতায় পাতায় জীবন্ত হয়ে উঠেছে আমেরিকান সভ্যতা আর ফুটে উঠেছে পাশ্চাত্য সভ্যতার আলো, অন্ধকার। বইয়ের পাতায় পাতায় আমেরিকার নানা জায়গার দুর্লভ ছবি যেন আমেরিকা ভ্রমণকে জীবন্ত করে তুলেছে। বইটি দৃষ্টিনন্দন প্রচ্ছদ, দুর্লভ ছবি, উন্নত কাগজ ও ঝকঝকে ছাপায় প্রকাশিত হয়েছে।
এক নজরে বই
মূল লেখক: সায়্যিদ রাবে হাসান নদভী
সম্পাদনা: সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
বাংলা অনুবাদ : শফিক মারুফ
বাংলা সম্পাদনা: খালিদ সাইফুল্লাহ কাসেমি
প্রকাশনা: মাকতাবাতুস সুন্নাহ
মুদ্রিত মূল্য ৫৭০ টাকা
বিক্রয়মূল্য: ২৮৫ টাকা
ঘরে বসে বইটি পেতে ক্লিক করুন
আরএম/