মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

গভীর রাতে আল্লামা আশরাফ আলী রহ.-এর কবরের পাশে মুফতি ফয়জুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গভীর রাতে সদ্য প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ- এর কবর জিয়ারত করলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার  রাতে (২ জানুয়ারি ) মরহুম আল্লামা আশরাফ আলীর ছয় ছেলে, জামাতা ও স্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় মুফতি ফয়জুল করিম বলেন, মাওলানা আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেম, হাদিস শাস্ত্রের পন্ডিত ছিলেন। তিনি অসংখ্য মাদরাসায় হাদীসের দরস দিয়েছেন এবং বহুসংখ্যক মাদরাসা প্রতিষ্ঠাতা ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন। মরহুমের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমেদ্বীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।

Image may contain: 4 people

মতবিনিময় শেষে মরহুম আল্লামা আশরাফ আলী রহ. মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিনি। মোনাজাতে মরহুমের সমস্ত গুনাহ মাফ করতে এবং তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুফতি ফয়জুল করিম।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ইমামতিতে কুমিল্লায় মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ সম্পন্ন হয়। সেখানেই তার তাকে দাফন করা হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ