আওয়ার ইসলাম: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুক্রবার (৩ জানুয়ারি) বাদ আসর তরুণ কবি ও কথাসাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর রচিত ‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’গ্রন্থের পাঠ উন্মোচন হতে যাচ্ছে। আয়োজন সহযোগিতায় থাকছে ইসলামি বই বিক্রির জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘নিয়ামাহ বুকশপ’।
কবি নেসারুদ্দিন রুম্মানের সঞ্চালনায় বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত থাকবেন, লেখক কাজী আবুল কালাম সিদ্দীক, মনযূরুল হক, আবদুল্লাহ আল মাসউদ, মইনুল ইসলাম তুহিন। এছাড়াও বুদ্ধিবৃত্তিক মানস গঠনের এই অনুষ্ঠানে লেখক, সাংবাদিক এবং সাহিত্য ও বই অনুরাগীরা উপস্থিত থাকবেন।
অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন
পাঠ উন্মোচন অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নিয়ামাহ বুকশপের প্রধান পরিচালক আব্দুর রহমান মুয়াজ ও নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন রাকিব।
উল্লেখ্য, হাদিস ও সিরাতের সূত্রনির্ভর ধারাবর্ণনায় রচিত হয়েছে ‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’ বইটি। প্রাঞ্জল ভাষা, সাহসী গদ্য আর গল্পভাষ্যের টান টান উত্তেজনা নিয়ে সিরাতপাঠের নতুন সংযোজনা।
নবপ্রকাশ থেকে প্রকাশিতব্য বইটির পৃষ্ঠাসংখ্যা ২৫৬ এবং মলাটমূল্য ধরা হয়েছে ৩৪০ টাকা। ২০% ছাড়ে নিয়মিত মূল্যে বিক্রি হবে ২৭০ টাকায়।
আরএম/