মুফতি জিয়াউদ্দিন গালিব।।
প্রশ্ন: কোরআন তিলাওয়াত, ওয়াজ-নসিহত ও দরস-তাদরিস চলাকালীন সময়ে আজান শুনলে তার জবাব দিতে হবে কি?
জবাব: ওয়াজ-নসিহত ও দরস-তাদরিস চলাকালীন সময়ে আজান শুনলে তার জবাব দিতে হবে না, তবে পবিত্র কোরআন তিলাওয়াত করা অবস্থায় আজান শুনলে মুখে আজানের জবাব দিবে, কেননা কোরআন তিলাওয়াত সাধারণত সওয়াবের উদ্দেশ্যে ও দোয়ার জন্য করা হয়, তাই আপাতত সাময়িকের জন্য তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দেওয়া উত্তম।
পরবর্তীতে কোরআন তিলাওয়াত করতে পারবে, এতে তিলাওয়াত ও আজানের জবাব উভয়টির সওয়াব পাওয়া যাবে, তবে যদি কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া বা নেওয়ার উদ্দেশ্যে করা হয়, তখন সে ক্ষেত্রে আজান চলাকালীন সময়ে তিলাওয়াত বন্ধ করতে হবে না
সূত্র: রদ্দুল মুহতার ১/৩৯৬, মাকতাবায়ে আল আশরাফিয়া। আহসানুল ফতোয়া ২/৩৮৮ মাকতাবায়ে থানবী। হাসিয়াতুত তহ-তবী ২০৩ পৃষ্ঠা মাকতাবায়ে আল ইত্তেহাদ।
-এটি