আওয়ার ইসলাম: স্কুলের পরীক্ষা শেষে বাচ্চারা কীভাবে অবসর কাটাচ্ছে? মোবাইল/ট্যাব এ গেমস খেলে বা ইউটিউব এ নিশ্চয়ই...। এ সময় তাদের সম্পর্ক গড়ে তোলা উচিত ভালো কিছু বইয়ের সাথে।
আমরা ছোট বেলায় সাইন্স ফিকশন, এডভেঞ্জার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে বড় হয়েছি। আমাদের নতুন প্রজন্ম এগুলোর সাথে সাথে নবিদের রোমাঞ্চকর গল্প গুলো তাঁদের পরার সূচিতে রাখুক। এটাই আমাদের উদ্দেশ্য।
আমাদের ছোটবেলায় যেই বই গুলোর অভাব ছিলো , আমরা চাই না আমাদের সন্তানদের ছোট বেলায় সেই অভাবটা থাকুক। তাদের ছোট বেলা হোক জ্ঞানে, সাহিত্যে, গল্পে, মননে এবং দ্বীনে সমৃদ্ধ।
এমনই একটি বই 'চার বন্ধুর সমুদ্র অভিযান'। গল্পের মাধ্যমে তারা পেয়ে যাক জীবনমুখী শীলিত চিন্তাধারা, গড়ে উঠুক শুদ্ধ মনন।
বইয়ের গল্পগুলো-
• বোতল ভূত
• ফাতিমার অসুখ
• রঞ্জু মামা
• চার বন্ধুর সমুদ্র অভিযান
-------------------------------------
বই - চার বন্ধুর সমুদ্র অভিযান
লেখক - আলী আবদুল্লাহ
ছাড়কৃত বিক্রয় মূল্য - ১৪০ টাকা
অর্ডার করতে ভিজিট করুন - https://bit.ly/39uvgju
আরএম/