রকিব মুহাম্মদ ।।
আল্লামা আশরাফ আলী রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে (৩১ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের শীর্ষ এ মুরুব্বি আলেমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশিষ্টজনরা।
দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালের বেডেই দিন পার করছিলেন দেশের শীর্ষ মুরুব্বি আলেম আল্লামা আশরাফ আলী। কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। অসুস্থ অবস্থায় তাদের কাছে আল্লামা সরকারের কাছে উম্মাহর জন্য কল্যাণকর দাবি তুলে ধরেন।
বিশিষ্ট এ আলেমদীন ও শায়খুল হাদিস দীর্ঘদিন ধরে দীনের বিভিন্ন শাখায় সফল অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।
আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন। পার্শ্ববর্তী গ্রাম যশপুর মাজহারুল উলুম মাদরাসায় প্রাথমিক শিক্ষা সামপ্ত করে ভর্তি হন ঢাকা আশরাফুল উলুম বড়কাটারা মাদরাসায়। সেখান থেকেই প্রথম দাওরায়ে হাদীস পাশ করেন, পরবর্তীতে জামিয়া আশরাফিয়া লাহোর থেকে দ্বিতীয়বারের মত দাওরায়ে হাদীসের ডিগ্রি অর্জন করেন।
জামিয়া আশরাফিয়া লাহোরে শায়খুত তাফসীর আল্লামা ইদরীস কান্ধলভী রহ., আল্লামা রসূল খান রহ.-এর মহান মনীষীদের সান্নিধ্য লাভ করেন আল্লামা আশরাফ আলী রহ.। পরে ষাটের দশকের একেবারে শুরুর দিকে মাওলানা আতহার আলী রহ.-এর আহ্বানে তৎকালিন পূর্ব পাকিস্তানের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা নিকেতন জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের শিক্ষকতা শুরু করেন।
স্বাধীনতার পর শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ. ঢাকা ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস পদে যোগদান করেন। ফরিদাবাদে শিক্ষকতাকালীন সময়ে মাওলানা আতহার আলী রহ., শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ., মাওলানা আতাউর রহমান খান রহ., মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহ.-এর সঙ্গে দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আল্লামা আশরাফ আলী রহ. আশির দশকের শুরুর দিকে ফরিদাবাদে শায়েখে সানীর দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে কুমিল্লা জেলা শহরে অবস্থিত কাসেমুল উলুম মাদরাসায় দাওরায়ে হাদীস চালু হলে শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ. সেখানেও শায়েখে সানীর পদ লাভ করেন। ২০১৩ সালে তার একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী শায়খুল হাদীস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ্ রহ. ইন্তেকাল করলে তিনি জামিয়া শারইয়্যা মালিবাগের শায়খুল হাদীস এবং প্রিন্সিপালের দায়িত্ব পান।
মরহুম আল্লামা আশরাফ আলী রহ. বাংলাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসকে সরকার কর্তৃক মাস্টার্স সমমান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উম্মাহর প্রতি তার ভালবাসা যুগ যুগ ধরে জাতি স্মরণ করবে। আল্লাহ তা’আলা তাকে ওলামায়ে কেরামের পক্ষ হতে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তায়ালা দেশের তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।
-এএ