আওয়ার ইসলাম: জাতীয় পার্টিতে (জাপা) নতুন সৃষ্টি করা প্রধান পৃষ্ঠপোষক পদে রওশন এরশাদকে নির্বাচিত করা হয়েছে। আর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জিএম কাদের। দলটির নবম সম্মেলনে আগামী তিন বছরের জন্য তারা পদ দুটিতে নির্বাচিত হন।
শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম ঘোষণা করেন।
এ সময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে তা পাস করেন। এরপর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গাকে নির্বাচন করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির নতুন কমিটিতে তার সহধর্মিণী রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখা হলেও সম্মেলনে তিনি উপস্থিত হননি। জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল।
২০১৬ সালে অষ্টম সম্মেলনে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করে তাতে পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাই জিএম কাদেরকে বসান। পরে ক্ষুব্ধ স্ত্রী রওশনের জন্য এরশাদ সিনিয়র কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করেন।
গত মে মাসে জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। পরে ১৪ জুলাই এরশাদের মৃত্যুর চার দিন পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন জিএম কাদের।
-এএ